হাতের রেখায় ভাগ্য গুনে লাভ কি বলো,
হস্তহীনও নয়তো জেনো, ভাগ্য হতো।
পদহীনও হতেই পারে, পায়াভারি।
পায়াভারী হলে পরে, পদচুম্বন তারে করি।
দুচোখ যার ললাট, তলে এক চোখা সে হতে পারে,
এক চোখা হলে, পরে সইতে নারে,কেউতো তারে।
ইট মাথাতে গাছ তলাতে, ঘুমিয়ে রয় ক্লান্তজন,
ইটভাটায় ঘানি টেনে,করছে কেউ, দিন গুজরান।
আবার,পাঁচতলাতে পালঙ্কতে করছে শুয়ে হাঁসফাঁস,
বায়ু শীতক, ঘুমের বড়ি, করতে নারে ক্লান্তি নাশ।
সুখ নামের সুখ পাখি দেয় না ধরা তাদের তরে,
সুখ নামেরই অসুখ পিছে, মরছে যারা, সদাই ঘুরে।
হৃদয় মাঝে, সুখের বাগান, করো নিত্য সুখের চাষ,
সুখের আশায়,বিশ্ব ভুবন ঘুরো না ভাই,বারো মাস।
স্রষ্টা তোমায় যা দিয়েছে তাই নিয়েই সুখে থাকো,
সুখ সুখ করলে তোমার,সুখের অসুখ সারবে নাকো।