আজি এ বৈশাখে।
অসি সম মসি তোমার
চলুক, চলুক অবাধে,
কবি হে, স্বাগতম সুস্বাগতম
আজি এ বৈশাখে।
ফেলি পশ্চাতে জ্বরা জীর্ণতা
চলো সমুখে,
উন্নত চিত্তে রোখো দীর্ণতা,
বন্ধু কে তোমায় রুখে।
মহান সৃষ্টিকর্তা, দিয়েছেন বার্তা,
আপন আত্মশক্তিতে হও বলিয়ান।
বিপদ আপদ তরাবেন তিনি,
তিনি চিরদিনই মহিয়ান।।