সাহেবের আগে চলে
মুসাহেব
দিলেও অর্ধচন্দ্র,
বলে স্যার,
এটা নয় মন্দ
আপনি অফিসার
আপনারই দরকার
মাঝেমধ্যে,
ধাক্কা দিবার
আমরা খাকছার
হাফ চাঁদ পাই,আকসার
তবুও,
আপনাতেই মতি
আপনি অগতির গতি
দিবানিশি করি
আপনারই আরতি,
এমনি ধামা ধরা,
বদমাশ যত
পায় খ্যাতি নাম যস,
তত।
সবকিছু তাই,
আজকে ভাই
নষ্টদের অধিকার,
তারা অপ্রতিরোধ্য,
দুর্নিবার।
করি অপেক্ষা
সেই সুদিনের,
সাহেব,চামচা
আর যত
জঞ্জাল,পতনের।