পাখিদের সভা হবে, সভা হবে আজ,
চারিদিকে পড়ে গেছে রব, সাজ সাজ।
পাখি সব করে রব সভাপতি কে?
এমন সময় হাজির শকুন এসে।
বলে সভাপতি নির্বাচনে ভাবনা নাই,
আমি ছাড়া আর বল কে হবে চাঁই।
কাক, চিল, বাজ পাখি বলে ঠিক তাই,
যোগ্য নেতা তুমি হেতা আমাদের চাঁই
সভাপতির আশেপাশে ভিড় জমে কত ,
চামচিকা তেলাপোকা হাড় গিলা যত।
বাদুর বাহাদুরি করে বলে শোন ভাই,
ময়ূর এসেছে যে,তারে দেখিবারে পাই।
ছি!ছি!এ কী দেখি, বসিছে সমুখ সারি,
দেখিতে অতি বিশ্রী লাগে তার মুখশ্রী।
সভাতে কী দরকার?তার মত কদাকার,
পুচ্চ তুলি নৃত্য করে, করে অজাচার।
এই মত আর যত বদ পাখি যত,
কোকিল ময়না টিয়া আরো আরো কত,
তাদের মতামতের নেই প্রয়োজন,
মান্য অতি সভাপতি শকুনের বচন।
আজ হতে শকুন হলো পক্ষী মহারাজ,
সভাসদ, মদনটাক, কাক আর বাজ।
সিদ্ধান্ত কী কী হলো শোনো বৃত্তান্ত,
আজ হতে দুষ্টু যারা থাকবে চির শান্ত।
পেঁচা পেঁচি চেচামেচি যতই করুক,
শ্রবণে ভাসে তা অতি অপরূপ।
ময়না, শ্যামা, দোয়েল,টিয়া সারি আর শুক,
আজ হতে রবে তারা নিশ্চল নিশ্চুপ।
সভাশেষে মন আনন্দে শকুন বলে বেশ,
আজ হতে পক্ষী রাজ্যে থাকবে না ক্লেশ।
সুখেতে থাকবে সবাই সুখেতেই বাস,
শুক সারী কথা বলে একি উপহাস ।
তাই বলি শোন ভাই শোন দিয়া মন,
পক্ষী রাজ্যে বিরাজ করে শকুন শাসন,
শাসন শোষণ যাতা কলে আজ পক্ষীকুল,
ভুল কিছু বলিনি ভাই, বলিনি ভুল।।