বই পড়লে জ্ঞান বাড়ে জ্ঞানী লোকে কয়,
জ্ঞান চর্চা করতে হলে বই পড়তে হয়।
পাঠ্য বই বই বটে,পড়লে জ্ঞানের উন্মেষ ঘটে,
সর্ব কালের সকল জ্ঞান পাবে অপাঠ্য কিতাবে।
উন্মেষিত জ্ঞানকে যদি বিকশিত করতে চাও,
পাঠ্য অপাঠ্য সকল কিতাব নিত্য পড়ে যাও।
পাঠ্য বই পাঠে তোমার সনদপত্র জোটে,
অপাঠ্য পাঠে তোমার জ্ঞানের বিকাশ ঘটে।
সনদপত্র দেয় শুধু সাক্ষরতার নিশ্চয়তা,
সাক্ষরগনের অক্ষর পাঠে বহমানতা,বাড়ে বিজ্ঞতা।
সাক্ষরতা শুধু মাত্র জ্ঞান জগতে প্রবেশের চাবি,
সনদপত্র হাসিল করে ভেবো না,পাঠ করেছি সবই।
মনে রেখো এখান হোতে শুরু,তোমার অধ্যায়ন,
যতই পড়বে ততই তোমার খুলবে দুই নয়ন।
নয়ন খুলে দেখো তুমি সম্মুখতে জ্ঞানের সাগর
যতই পড়ো ততই দেখবে অথই পারাপার।
বই পাঠের বিকল্প নাই করো নিত্য পাঠ,
বই তোমার ধ্যান জ্ঞান এমনিতর করো শপথ।
দেখবে তুমি জ্ঞানী ভবে সকল লোকে কবে,
জ্ঞানের আলোয় দুনিয়াটা আলোকিত হবে।
আলোকিত মানুষ চাই আলোকিত দিন,
আঁধার দিন হোক বিলীন আসুক শুভদিন।।