আকাশ গাঙে মেঘের ভেলা রৌদ্র ছায়ার খেলা
নদীর তীরে নৌকা বাঁধা জমছে কাশের মেলা,
কাশবনে ঝাঁক বেঁধে করছে কোলাহল
শুখ শালিকের দল।
শ্বেত বলাকা আকাশময়,উড়ছে তারা শ্বেত পাখায়,
নীল গগনে,আপন মনে,ফিরছে নিজ কুলায়,
বীজন গাঁয়ে নদীর ঘাটে,নদীর ঘাটে বটের ছায়ে,
বসে মাঝি একলা নায়ে।
গাঁয়ের মাঝি,উদাস পানে চেয়ে চেয়ে দূর গগনে
দূর গগনে,উদাস পানে,দেখছে মেঘের ভেলা
মেঘ ছুটেছে,পূবাল হাওয়ায়,
মন মেতেছে নস্টালজিয়ায়।
ভাবছে কত কী!
ফেলে আসা রঙিন সময়,
সুখ স্বপনের কতই স্মৃতি।