সবুজ ধানের ক্ষেতে রক্ত মরাল এক, দাঁড়িয়ে আনমনে। দূরে বহুদূরে ওই দিগন্ত ছুয়েছে নীলাভো আকাশ। কী! মায়াবী সন্ধ্যা সমাগম!অপলক নেত্র, জুড়ায় আঁখি। এমন নিখুঁত ছবি হয় নাকি? ছবি আজ বাস্তবতা, বাস্তব অপেক্ষা। কুলায়-ফেরা চির স্বাধীন, চির উন্মুক্ত যাযাবর বিহঙ্গকুল আজ নীরব।তাদের নেই পাসপোর্ট ভিসার আয়োজন। ওই সুদূরে সগর্ভে দাঁড়িয়ে উন্নত শির অট্টালিকা এক দিচ্ছে জানান,তুমি পাখি নও। তোমাকে ফিরতেই হবে ইট পাথরের কারাগারে। প্যারল কালে যত পারো সম্ভোগ কর প্রকৃতির প্রণয়। ঈর্ষা কাতর আমরা, হে রক্তমরাল।ভালো থেকো...
কবিতাটি ১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০২/০৪/২০২৩, ১৩:৩৮ মি: