ঠক ঠকা ঠক- ঠক খা
এই তেঁতুলের টক খা!
কেমন শোরে
চাপার জোরে
দিলাম সোজা ছক্কা?

এই বাঙালি সবই পারে
টেনে যদি তুলিস ঘাড়ে
উঠে ঘাড়ে
বলবে ‘আরে
কই দেখা যায় মক্কা?’

নেবোই ঝুকি-ঝক্কা
চালবে- টরে-টক্কা
ছেড়ে যতি
বাড়লে অতি
দেখবি যে ফক ফক্কা!