আমরা বাঙাল  
বড়ই কাঙাল
লোভ-লালসায়
ঠাঁসা,

নামাজ-রোজা  
পূণ্য খোঁজা
মনে পাপের
বাসা!

হও মানবিক
তবেই ঠিক
প্রাণের প্রদীপ-
জ্বালো!

এপার ওপার
রবে না ধার
হবেই আলোয়-
আলো!!