ওপাড়ায় বাস করে'
হরিরাম কাস্তে!
পান খায়, গান গায়,
কথা বলে' আস্তে!
কারো ধার ধারে' না,
কাউকেও ছাড়ে' না,
হোক সে রাজার পুত,
মন্ত্রীর ভাস্তে!
তাঁর কাছে ছোট বড়
নেই কোন শর্ত
মানবতা বড় কথা
জীবনের অর্থ!
সম্পদে লোভ নেই
হার-জিতে ক্ষোভ নেই
অন্যায় বিনাশে সে
পারে বীর সাজতে!