কাঁচা তেঁতুল পাকলে ওতো
যায়নারে তার টক!
তোমার সাথে পিরিত করা
আমার ছিলো সখ!
সখে সখে পাকলো দাড়ি
পাকলো মাথার চুল!
হয়নি দেয়া তোমার হাতে
একটি গোলাপ ফুল!
সবাই বলে আজকে নাকি
ভালোবাসার দিন!
আমার মনে হয় কি জানো?
এসব... অর্থহীন!
বাসতে ভালো এতো আলো
কিসের প্রয়োজন?
নিত্য দিন-ই ভালোবেসে
দিচ্ছি তোমায় মন!
কিন্তু সেটা একাই করি-
সংগোপনে অতি,
ভালোবাসি বলেই আমি-
চাইনা তোমার ক্ষতি!
১৪ ফেব্রুয়ারী ২০১৭