সভাপতি ছিলেন যখন-
ঠাকুর দাদার বাপ,
ঠাকুর দাদা ছিলেন তখন
একই পদের হাফ।
ঠাকুর দাদা ফুল হয়েছেন
পিতার হলে গত;
তাঁহার ছেলে হাফ হয়েছেন
ঠিক সিরিয়াল মতো।
তাঁহার ছেলে আমার বাবা
কী আর বলি খুলে?
নিয়ম মাফিক তিনি আমায়
নিলেন টেনে তুলে!
আমার পরে আমার ছেলে
পেতে দিবেন ঘাড়,
গণ-তন্ত্রের নিয়মরে ভাই
বলবো যে কী আর!