নড়ছেনা নটবর। তাঁর সিকি ভাগ চাই!
ঠিকাদার ঠিকা নিক, তাঁর একদাগ চাই!
অমতের ফাঁক নেই, খুড়োতুত আমলা।
নির্বাহী চুপচাপ! চকুরী তো সামলা!
সরকারী কাজকাম, কেরে শালা সরকার!
গদি যদি হেলে যায়, নটবর দরকার!
নড়ছেনা নটবর! হোক পূরণ ইচ্ছা!
জারিজুরি ঢোপঢাপ! ঢোপে শত কিচ্ছা!