দুঃখের রাত্রি
সহযাত্রী
ছাড়াই জেগে থাকা!
মনের কোণে
সংগোপনে
ব্যথার ছবি আঁকা।

শুনছো তা-কী
রাতের পাখি
করছে আর্তনাদ?
হয়তো আছে
তোমার কাছে
জোসনা মাখার চাঁদ!