তুইতো বন্ধু বড়ই ধন্ধু*
গাপুস গুপুস খাস!
নিজের থালা সাবার করে
আমার থালা চাস!

মিষ্টি কথার বৃষ্টি দিয়ে-
ইষ্টি বনে যাস,
আমি বোকা অবুঝ খোকা
ধোকায় করি বাস!

★টিকা- ধন্ধু (ধুরন্ধর অর্থে ব্যবহৃত)
________০০________