সস্তা পেলে বস্তা ভরি,
বাঙাল বলে কথা!
স্বার্থ মতো পার্থ বাবুর
কঠিন নিরবতা।

টাট্টু ঘোড়া আট্টু* বসুন-
খাট্টা* রাঁধুক মাসি,
খাট্টা খেয়ে হাট্টা দিবেন
মুখটা হাসি হাসি।

ঠাট্টা ছলে গাট্টা খেলে-
যায়না তাতে মান,
সময় মতো সুধরে নিবেন
আইনী সংবিধান!

______________
টীকা: আট্টু* (আরো একটু)
     খাট্টা* (টক)