“বান্টির আন্টির-নাম তার পান্না!
শুনলাম সে নাকি করে শুধু কান্না?”
যাকে বলি, সেই বলে-
“এ স্বভাব তার না! তার না!
বান্টির আন্টি তো করে ভালো রান্না,
খুব প্রয়োজন ছাড়া কোথ্থাও যান না!
রূপে-গুণে অদ্বিতীয়া-
বলেছিলো মান্না! মান্না!
“বান্টির আন্টির কারো সাথে নেই প্রেম
অসুখ-বিসুখেরও নেই কোন প্রোবলেম
দেখবেন কথাগুলো -
মিলেগেছে সেমসেম! সেমসেম!”
“বান্টির আন্টির জোড়া ভ্রু, খাড়া নাক,
মেঘকালো কেশ তার, মিষ্টি মুখের বাক,
দেখেশুনে দিনক্ষণ-
শুভ কাজ হয়ে যাক! হয়ে যাক!