আমার পুষী
যখন খুশী-
গা ঘেষে কয় ম্যাঁও!
তার মানে কি?
ঠিক বুঝেছি!
একটু আদোর দ্যাও!

যখন তুলে-
নেই গো কোলে
মাথায় বুলাই হাত,
দু'চোখ বুজে
আয়েশ খুঁজে।
একটু সুখের কাৎ!