চারিদিকে খুশীর জোয়ার,
আনন্দ হৈ চৈ!
ঐ ছেলেটার মুখে মাগো-
ঈদের খুশী কই?
মুখখানা তার মলিন কেন?
ঈদ বোঝেনা মোটেই যেনো!
কেমন ছেলে? ভেবেইতো মা-
আমি অবাক হই!
ঐ ছেলেটা কোথায় থাকে
খবর নিয়ে আসি...
জানতে হবে কে কেড়েছে-
ওর ঐ মুখের হাসি!
আমার নতুন জামা খানি
ওকে যদি দেই মা আনি
তবে কী ওর মুখটা জুড়ে-
ফুটবে হাসির খই?