আমি কবি কতো ছবি-
এলোমেলো আঁকি!
রঙে চঙে নানা ঢঙে-
কিছু তার ফাঁকি।
কিছু কথা যথা তথা
কিছু থাকে বাকি!
পথ চলি কথা বলি-
তুমি বোঝ তা-কি?
কেউ ঘুমে ভীষণ ওমে
দিবো তারে ঝাঁকি!
এই রাতে যদি সাথে-
তোমাকেও ডাকি!
ক্ষণে ক্ষণে ভাবি মনে-
ভুল হবে নাকি!
তাই আশা ভালোবাসা
মনে চেঁপে রাখি!