একা একা ভাবনাতে-
ডুবে ছিলো বান্টি
এসময়ে ঘর ঢোকেন-
ওর ছোট আন্টি!
: কীরে চাঁদ! গালে হাত
ভাবছিস অতো কি?
: কটা বলি তোমাকে-
ভাবছি তো কতো কি!
আমার এই খেলনাটা,
এই নৌ-যানটি-
বানিয়েছে কোন দেশ-
বলো দেখি আন্টি?
: এইতোরে.. লেখা আছে
মেড ইন আমেরিকা!
গোটা গোটা অক্ষরে-
ওনাদের জয়টিকা!
: ওটাই তো...ঘাপলা-
তাই নিয়ে ভাবছি,
মানুষের জ্ঞান কতো-
বহর-টা মাপছি!
: সে আবার কী কথা?
মানুষই তো শ্রেষ্ঠ,
বলেছেন___আল্লাহ্
ইশ্বর ও কেষ্ট!
: এইবার শোনো তবে-
বলছে কী বান্টি,
মানুষ পারেনা কিছুই
বানাতে গো আন্টি!
তিল থেকে তেল হয়
ননী থেকে হয় ঘি
তিল বলো, ননী বলো
মানুষ বানায় কি?
মানুষ তো পারে শুধু
বদলাতে রূপটা,
তা নিয়ে- অহংকার-
করছে যে খুবটা!!
_____________
০২/০৭/২০১৬