চাঁদ উঠেছে ঘুম টুটেছে
ফুল ফুটেছে মনে,
একটি মেয়ে বসে আছে
ঐ তো নিরজনে!
ও মেয়ে তোর খবর কিরে?
তাকাস না কেন্ এদিক ফিরে!
মলিন কেনো মুখ?
পাসনি বুঝি ঈদের জামা?
তাই পড়ছিস দুঃখ-নামা?
একটু তবে রুখ!
এই নে এটা আমার ছিলো।
কাল কিনেছি।আম্মু দিলো-
এখন এটা তোর!
ঈদের খুশী বাটা-বাটি,
আনন্দ হোক এমন খাঁটি!
আসুক নতুন ভোর।।
০১ জুলাই ২০১৬