আয় দেখে যা দোয়েল কোয়েল
ময়না শালিক টিয়ে,
বর সেজেছে বান্টি সোনা
টোপর মাথায় দিয়ে।

আয়রে হুলো, টাট্টু ঘোড়া,
আর কে যাবি সংগে তোরা?

সাত সাগরের ওপারে সে-
করতে যাবে বিয়ে,
মানিক আমার বর সেজেছে
টোপর মাথায় দিয়ে।