নাম আমার বান্টি!
           পেলে ঘুড়ি মেরে তুড়ি
           ওড়াই ঐ আকাশে,
           নয় মিছে, যদি পিছে
           কথা হয় ফাঁকা সে
মলে দিও কান-টি!


নয় মোটে ফান-টি!
          ব্যাট-বলে হাত চলে-
          ক্রিকেটটা খেলতে,
          ছয় চারে বারে বারে
          বল দূরে ঠেলতে-
ম্যাচ সেরা বান্টি!


বাজি রেখে জানটি-
          কৌশলে  ফুটবলে
          করি গোল বারবার
          উৎসবে  মাতে সবে
          কম করে চার বার।
ছোট তবু বান্টি?