টিপ্ টিপ্ বৃষ্টিতে সিপ্ সিপ্ জল!
ঘ্যাঘো ঘ্যাঘো মধুর কোলাহল!
খোকা-খুকু ছুটোছুটি,
            কাঁদা-জলে লুটোপুটি,
বাদলের ঘন-ঘটায় মনও চঞ্চল!
আয় ঝেপে বৃষ্টি-রে, আষাঢ়ের ঢল!

ফুটিছে কদম-কেয়া চেয়ে দেখো ঐ
ভরে যাক নদী-নালা জল থৈ থৈ!
আয় মেঘ নেমে আয়,
                একটু না-থেমে আয়,
চাতকী এ মন খোঁজে কই জল কই?
আয় ঝেপে বৃষ্টি-রে, পথ চেয়ে রই!

__________________
২৬ জুন ২০১৬