ধর্ম নিয়েই কর্ম যাঁদের
চর্ম তাঁদের মোটা;
এক ধার্মিক আইন টুটেছেন
বাদ-বাকি পায় খোঁটা!

খোঁটার চোটে চমকে ওঠে
স্বার্থবাদী মন,
মনের ঘরে নাচন করে-
বৈরী সমীরণ!

এমন হলে কেমন করে
ধর্মে করি বড়াই?
আল্লাহ্-রাসুল পর হয়েছে
আপন শুধু লড়াই!