দ্রব্যমূল্য-
পাগলা ঘোড়া,
লাগাম টেনেও
রোখছে থোরা।

কর্তৃপক্ষের-
নাভিঃশ্বাস,
বলছে ঘোড়া-
রোজার মাস।।