“এই...
এদিক আয় বান্টি!
ধর্ এবার কান-টি!”
রেগে গেলে চট্ করে-
বদলে যান আন্টি!

দুই হাতে কান ধরে-
দাঁড়ালাম চুপ করে,
বাপরে...

“নড়াচড়া করবি না!
এক পা-ও সরবি না!
দাঁত তবে সবগুলো-
ফেলে দিবো থাপ্ রে...”

চলে গেলে আন্টি,
ছেড়ে দিই কানটি!
হায়রে...

তক্ষনি এলো দাদা,
সাথে এলো অনুরাধা
মানী লোকের মানটা-
বাঁচালো খোদায়রে!!
_____________
২৪ জুন ২০১৬