কুড়াল বলে ব্লেডকে-
গাছ কাটতে পারিস?
আমার মত শক্তিশালী
হয়েই চাপা মারিস!

ব্লেড বলে কুড়ালকে-
চুল কাটতে পারেন?
একটা মাথা কামিয়ে পাছে
নিজের চাপা ঝাড়েন!