ভাঙ্গা কাঁচে ঝুরঝুরে সুখ
টুকটুকে লাল ঠোঁটে-
পান্তাভাতে লবন পেলেই
চাঁদের হাসি ফোটে!
ভোরেরপাখি ডাকার আগে
নিদ্রা ওদের টোটে;
উর্ধ্বশ্বাসে মা আর মেয়ে
শহর মূখে ছোটে!
বিধবা মা'র আদুরে ধন
ছ' বছরের মোটে;
দুই দুই-এর দুনিয়াদারী
যখন যেমন জোটে!