দাসীর মেয়ে

আমি হলাম দাসীর মেয়ে
খুবই ছোট জাত!
নবাব সাহেব আদোর করে
গতরে দেয় হাত!

বলে-“মনু কাঁপিস কেন?
কিসের এতো ভয়?
প্রেম-পিড়িতি ভালোবাসা
মন্দ কিছু-ই নয়!
তোরে ভালো বাসি আমি-
সত্যি কথা কই!
তাইতো এতো সোহাগ করি
বুকের মাঝে লই!”

সাহেবের অই কথা শুনে-
লাগে বড়ো ডর,
কখন যেন কি হয়ে যায়
কখন ওঠে ঝড়!