মানছিরে ভাই
মানছি আমি
নিজেই সিঁদেল চোর,
রাত-বিরাতে
ধনীর ঘরের
কাটছি কতোই দোর!
খোদার কসম!
স্রোষ্টা জানে-
করেছি ওসব
পেটের টানে
ক্ষুধার জ্বালায়
এই দু'চোখে-
দেখেছি যখন ঘোর!
কিন্তু...ওরা-
সমাজপতি
বাঁচার আছে
হরেক গতি
ওদের নামে
উঠবে কেনো
এমন কঠিন শোর-
চোর! চোর! চোর!!