.
পেঁয়াজ ঝাঁঝে
নাকাল যখন
বঙ্গবাসী দাদা,
মুখ বাঁকিয়ে
ভেংচি কাটে
রসুন এবং আদা!
গড় মোশল্লা গড়গড়িয়ে
উঠছে উপর হরহরিয়ে!
ধরিস ধরিস
কাঁচা মরিচ
চাইলো হেকে চাঁদা!
গিন্নি বলেন-
“বেশ হয়েছে
বন্ধ থাকুক রাঁধা!”