ভাগ্যলিপি- তেলের সিপি
ফেলছি কবে হারিয়ে;
স্বভাব দোষে হিসেব কষে
পা’দুটি না বাড়িয়ে।
যেখানে যাই ভাগ্য থাকে
আমার আগে দাঁড়িয়ে;
সাধ্য কী আর আমি পারি
দু’পায় যেতে মাড়িয়ে!
শিশু কালে-ইচ্ছে ছিলো
যাবো সকল ছাড়িয়ে;
এখন দেখি ভাগ্য আমায়
ফিরছে শুধু তাড়িয়ে!
০৫ মে ২০১৭