বেশ আছি দেশ নিয়ে-
কতো হৈ চৈ!
দেখি-শুনি, দিন গুণি
চুপচাপ রই!

সহসাই খসে যদি
পান থেকে চুন;
কানাকানি, হানাহানি
রাহাজানি, খুন!

খুন হতে চাইনা গো
বেঁচে থাকা সাধ;
ঘাটাজুড়ে কাঁটা তবু
হাঁটা নেই বাদ!!