আহা!
তথাকালে কথা ছিলো-
খাবো মিঠাই, চমচম!
উড়লো ধূলি!
চললো গুলি!
জয় বাংলা!
মুখের বুলি!
বললো কথা
স্বাধীনতা-
হাজার সেলাম!
লক্ষ সেলাম!
লাল সবুজে-
দেশটা পেলাম।।
হায়!
জান বাঁচাতে খাচ্ছি এখন-
সকাল সাঁঝে আলুরদম!