হরেক রঙের পাখি কোথায়
কিচির মিচির ডাকে?
কুলুকুলু শব্দ কোথায়
নদীর বাঁকেবাঁকে?

কোথায় রাখাল বাজায় বাঁশি
মুগ্ধ করা সুর?
কোন নদীতে রঙিন পালে
নাও ভাসে বহুদূর?

কোন দেশের ঐ মেঠা পথে
মিহি ধূলা ওড়ে?
কোথায় কুমোর মাটি দিয়ে
শখের মৃৎ গড়ে?

কোন গগণে নিশির বেলা
ঝিলমিল করে তারা?
ফোঁকলা চাঁদের হাসি কোথায়
করে পাগল পারা?
  
কোথায় ঘন কাঁশ বনেতে
বাতাসে দেয় দোলা?
কোনখানেতে দেখলে কিছু
হই যে আত্ম-ভোলা?

কোথায় এমন সহস্র রূপে
নিত্য সাজে বেশ?
সে যে আমার রূপের বাংলা
সোনার বাংলাদেশ।