সাহিত্যিক হওয়ার কোন নির্দিষ্ট রীতি-নীতি আমার জানা নেই। জানিনা পৃথিবীর বড় বড় মাপের সাহিত্যিকেরা বিশেষ কোন ধরা-বাধা অনুসরন করতেন কিনা। অতি শৈশব কাল থেকেই আমি আমার আম্মার কাছ থেকে পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন প্রকার সাহিত্য অধ্যায়ন করতে শিখেছি। তখন থেকেই ‘সাহিত্য, বিষয়টি আমার কাছে আলাদা আবেদন সৃষ্টি করেছে। আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হওয়ার উদ্দেশ্যে নয় বরং সাহিত্যের সঙ্গে থাকার জন্য লেখালেখি শুরু করি। জানিনা আমার এ পথ চলা কতদুর এগুবে। আজীবন সাহিত্য-সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারলে নিজেকে ধন্য মনে করব।
প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন।