আমি মেঠো কবি-
ভালো লাগে মাঠে মাঠে হেমন্তের ঘ্রাণ,
ভালো লাগে ভ্রমিতে চৈত্রের দুপুর,
বৃষ্টিহীন প্রান্তর,ঢেলা নিষ্প্রাণ।
আমি উদাস কবি-
নদীর গতিতে খুজি জীবনের সন্ধান,
নিশির গগণে অজস্র তারার ঝলকানি,মিটি মিটি জ্বলা,
তাতেই পাই খুজে শত উপমা,রুপকথা অম্লান।
আমি প্রকৃতির কবি-
ভালো লাগে হেরিতে পাটের ক্ষণে
নীড়ে ফেরা পাখীর ঝাঁক,মনোহরা কলরব।
ভালোলাগে জোৎস্নাশোভিত রজনীতে
শিশিরময় ঘাস পরে করিতে গুজব।
আমি জ্ঞান পিপাসু কবি-
বটবৃক্ষের কাছে বাকহীন বাস্তবতার
প্রত্যক্ষদর্শী হতে শিখি
বাচঁতে শিখি পদদলিত ধূলার ন্যায়
স্রোতস্বীনির দীক্ষায় নিজ মনে লিখি।