অর্থ বিত্তের প্রাচুর্য যার-
হোক সে অসৎ,মোর সমাজে সেই মহামান্য।
কিণাঙ্কময় হস্তে তাহার ভরিতেছে যে গোলা
মোর সমাজে তার আবেদন বড়ই যে নগন্য।
অমানসিক পরি¯্রমে খাদ্য যাহার রোচে
সহযোগিতা দূরে থাক,আলাপে পর্যন্ত অশালীন।
শ্রুতিকটু উক্তিতেও নেই বাবুদের দ্বিধা
ছোটলোকের বদন খানি হোক শত মলিন।
মদের নেশায় মাতাল যে, সে ও বড় মাতবর
মোর সমাজে।
তাহার পরিবারেও শুনি অসহায়ের ক্রন্দন.....
বাবুতে বাবুতে করে ওঠা-বসা;
অন্যের ধন করে ভক্ষণ;
ভোজনে বাড়িছে মেদ, তিন হাত ভুড়ি
পরের ধন ভোগ করিতে লাগে কতক্ষণ?
সমগ্র সমাজে তাদের উৎপাত নহে একা,
বউগুলোরেও ধরি-
একখানা বড় কর্ম তাদের গালের ঠেলায় মরি।