গ্রীষ্মে সে তো প্রচুর গরম,
মাঝে মাঝে বৃষ্টি চরম।
বর্ষার দিনে বৃষ্টি প্রচুর,
মাঝে মাঝে গরম দুপুর।
শরৎ এর বিকাল বেলা,
কাশফুলের সঙ্গে খেলা।
হেমন্তে ফসলের মাঠ,
সব সোনালী ধানে ভরা।
শীতের সময় সকাল বেলার মৃদু রোদে
পিঠা খাওয়ার আলাদা মজা।
বসন্তের নেই তুলনা, নতুন ফুলের সুবাসে-
মুখরিত আকাশ-বাতাস।
ছয় ঋতুর ছয় কৃত্তি চলে
সারা বছরের সারাবেলা।