ফুল বলেছে, "আমি ভ্রমরকৃষ্ণ। আমি যোগ্য না। রাতের স্বর্গ না।"
তার স্বর্গ দরকার। তাই ফিরে চলে আসলাম।
হঠাৎ আবার ফুল খোঁজ করার তৃষ্ণা অনুভব করলাম। কিন্তু ক্ষণিকেই নদীর জল যেন উপচে পরতে চাইছে, এই ভেবে যে দ্বিতীয় কোন ফুলও যদি স্বর্গ খুঁজতে চায়? তাই পাহাড় সাক্ষী করলাম, যেদিন পাব আমি স্বর্গরূপ, সেদিনই যাব আমি।
অনেক অবসরের পর,
এখনও খুঁজে চলেছি... তৃষ্ণায় জ্বলছি স্বর্গের তৃষ্ণা... যা হয়তো আর কখনো ফুরনোর না...
শুক্রবার
২৯শে সেপ্টম্বর ২০১৭
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।