প্রজাপতী তুমি সুন্দরী,
তুমি অপরূপা,
তুমি বাহারী রঙের রংধনু
আমার চোখে তুমি রঙিন পরী।
আমার চোখের নজরবন্দী
করে ফেলেছি তোমাকে- প্রজাপতী।
প্রজাপতী প্রজাপতী কেন দূরে যাও চলি?
শোনো না আমার কথা,
আমি তোমাকে ছুইনি কভু
দেইনি আঘাত এক চিমটি।
কারন,
নেইতো আমার এতটা অধিকার
তোমাকে আঘাত হানার।
তুমি স্বাধীন, আমিও স্বাধীন,
একে অন্যকে দেখব চিরদিন।
প্রজাপতী তুমি অনেক রঙিন।
মঙ্গলবার
০১লা আগষ্ট ২০১৭
মিরপুর, ঢাকা