বর্ণিল লাল আভায়
আকাশে ভোরের রেখা দেখা যায়।

মেঘহীন আকাশে নিচে মৃদু বাতাসে ফলে
গাছের সবুজ পাতারা দোল খায়
প্রকৃতি প্রকৃত রূপ খুঁজে পায়।
দোয়েল, শ্যমা, বুলবুলি প্রকৃতির গান গায়
তারা আকাশে উড়ে বেরায়
আকাশ তার রঙ খুঁজে পায়।
কিচির মিচির, কিচমিচ, ক্রুক ক্রুক ডাকে
প্রকৃতি তার শব্দ খুঁজে পায়।

হঠাৎ, এই প্রকৃতির ভিতর
সেই ভোরের আলোয়
এক অবুঝ শিশুকে দেখা যায়
পেটের টানে ভোরের আগে ঘর ছেড়েছে,
যে রাস্তার কাগজ কুঁড়ায়।

রাস্তার কিছু অবাধ্য এক ক্ষুধার্ত কুকুর
তার দিকে তাকিয়ে কঠোর দৃষ্টিতে চেয়ে রয়।
অবুঝ শিশু কিছু না বুঝেই
সেই কুকুরের শিকার হয়
অনেক কষ্টে অবশেষে ক্ষত-বিক্ষত হয়ে নিস্তার পায়।

এভাবেই তার দিন চলে যায়-
কখনো গাড়ির ধাক্কা,
কখনো বা চুরির অপবাদে চর থাপ্পর খায়।
পেট ক্ষুধায় জ্বলে পুড়ে যায়
তবুও নিস্তার না পায়।

জীবনের প্রতি এত মায়া যে,
দমরে মুচরে যাবে তবু ভাঙবে না হায়!