জীবনের প্রতিপদে অসংখ্য ভুল হয়
ভুলের শেষে সত্য আর ন্যায়ের জয়।
জীবনের পিছনে ঘুরে তাকিয়ে কোনো লাভ হয়?
শুধুই বেদনা জায়গা নেয়।
স্মৃতির অশ্রুতে মন কোঁকড়ায়।

অতীত এখনও হাত বাড়ায়
তবু তাকে পিছনে ঠেলে ফেলতে হয়।

অতীতের সব স্মৃতি মনে রাখা ভালো নয়
এতে কিছু কিছু ক্ষতি হয়।

পিছনের মায়া বা ময়লা পিছনে ফেলে
সামনে মোরা যাই এগিয়ে
যেন অতীতের ময়লা সামনে না আসে।

বৃহস্পতিবার
১৪ই জুন ২০১৭