মশা মশা মশা
কত যে বেয়াদব এরা।
পায়ে হাতে কামর মারে,
পড়তে বসার সময় দেয়না,
এতটাই কৃপণ তারা।
রাতের বেলা ঘুমাতে দেয়না
ঠাশ ঠাশ শব্দ তাতেও করে জ্বালা,
আর কত দিব মশাদের ঠেলা।
অতিষ্ঠ হয়ে কয়েল জ্বালালাম শেষে
ধোঁয়ার যা গন্ধ
অবশেষে, তাতেই হয়েছে
মশাদের দম বন্ধ।
হয় তাদের উত্তপ্ত বন্ধ।
কয়েল শেষ হতেই,
রক্ত চাই রক্ত চাই
শুরু হবে মশাদের ছন্দ,
শুষে নেবে রক্ত।
কামড়ের ভক্ত
পারবো না বলতে
সেই সুযোগে হুল
ফুটিয়ে পালাবে।
নিষ্কৃতি দেবে তারা
কয়েল আবার জ্বালালে।
মশার কী যে সমস্যা?
বাঁচতে কী দিবে মোদের তারা,
রোগ নিয়ে ঘোরে তারা।
ম্যালেরি, গোদ রোগ
উৎপন্নকারী তারা।
ডেঙ্গু জ্বর হবে যার,
প্রতিকার না করলে
মৃত্যু হবে নিশ্চিত তার।
মহা ভয়ঙ্কর মশা ।
তাই টানাতে হবে মশারি
প্রত্যেক রাতের বেলা।
তবেই মুক্ত হব
মশাদের থেকে মোরা।