ঘুম থেকে উঠেই দেখি বিছানায় একা আমি
আমার পাশে নেই আমার ছোট্ট ভাইটি।
বাথরুমে গিয়ে হলাম ফ্রেশ,
হঠাৎ করেই নজর কারল
ক্যালেন্ডারের লাল চিহ্নটি
আজকে ৯ আগস্ট আমার জন্মদিনটি।
আম্মু আমায় দেখতেই শুরু করল বকাবকি।
মেজাজ আমার ভীষণ- খারাপ হল সত্যি।
আজকে আমার জন্মদিন আর আজই বকাবকি।
এই মেজাজেই স্কুলেও চললাম আমি,
রাস্তায় দেখা হল প্রিয় বন্ধুটি।
সেও দিল না জন্মদিনের শুভেচ্ছা বার্তাটি।
স্কুলের কোনো বন্ধুই ভাল না,
কারন, আজ আমার জন্মদিন
তা কেউ মনে রাখতে পারল না।
স্কুল শেষে ব্যাগ কাঁধে নিয়ে
কিছুক্ষণ অপেক্ষা করলাম।
কারো যদি মনে পরে
আমার জন্মদিন আজকি।
সেই আশাতেও মাটি,
কেউ আমাকে দিল না,
শুভেচ্ছা একটুখানি।
বাসার যাবার আগে আগে
ছোট্ট একটা কেক কিনি।
তার সঙ্গে ছোট্ট মোমের ফালি।
বাসায় গিয়ে কেকের উপর মোম জ্বালিয়ে,
ফু দিয়ে তা নিভিয়ে- একা একাই কেক কাঁটি।
বিকেল বেলা বই কিনি এক “আজ আমাদের ছুটি"।
তা নিজেকেই উপহার দেই আমি।
শুভ হোক আজীবন- নিজের জন্য প্রার্থনা করি।
সব দুঃখ, দুঃখ নয়! এই ভেবে মনে মনে হাসি,
আজকে আমি খুশি,
নিজে নিজেই উপভোগ করি নিজের জন্মদিনটি।