বাংলা আমার মাতৃভাষা
মিষ্টি মধুর শুনতে খাসা।
বাংলা আমার মাতৃভাষা,
বন্ধুদের কাছে শিখি
নতুন এক বাংলিশ ভাষা।
বাংলা আমার মাতৃভাষা,
স্কুলে ইংলিশ কোচিং এ হিন্দি
আর মাঠে ময়দানে উর্দুভাষা চর্চা করি বেশ।
আমরা বাঙালি বড়ই নিঠুর
তবুও বাংলা চর্চা করি না একটুও।
হায় রে বাঙালি-বাংলাদেশ
স্বাধীন দেশের পাগল নাগরিক,
বাংলার মোরা ভক্ত তবুও
বাংলা ভাষাকে করি না রপ্ত
বাংলা হয় স্তব্দ
ইংরেজি করি রপ্ত।
হায় রে বাঙালি-বাংলাদেশ
স্বাধীন হয়ে ভুলে গেছো সেই রেশ
৩০ লক্ষ জীবন শহীদ
যাদের লাশ পরেছিল মাঠে-ময়দানে
আর নদীর জলে।
হায় রে বাঙালি-বাংলাদেশ
যে লাশ খুটে খেয়েছিল
কাক, চিল আর শেয়াল।
তাদের করি না মর্ম
এটাই কি বাঙালির ধর্ম।
এরই ফলে হচ্ছে বাংলা
বিশ্বের বুকে কলঙ্কিত।
বুধবার
১৪ই জুন ২০১৭