সূর্য দেয়ালের পিছনে আছি- আশ্রয়ে
যেন না লাগে উত্তাপ চন্দ্রমল্লিকার।
চন্দ্রের মায়া গ্রাস করেছে আমায়- আচ্ছন্ন তার রূপছায়ায়
শেষবারের মতো সূর্যের দেয়ালকে বিদায় জানাই।
চন্দ্রের সাথে রাত্রিবাস, ঘুরতে যাই মেঘ-আকাশ।
রাত শেষ চন্দ্র হঠাৎ নেই।
ভোরে আবছা দেখা যায়।
কিন্তু,
সূর্যের কাছেই ফিরছি আবার।
এতদিনে বুঝেছি চন্দ্র ক্ষণ সময়ের অস্তিত্ব-সাথী।
সূর্য রাতে না থাকলেও নির্দিষ্ট সে-ই।
মঙ্গলবার
০৭ই নভেম্বর ২০১৭
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, ঢাকা।
২.৫০ ঘটিকায়