আমরা এখন ব্যাঙের ছানা
বাসা-বাড়িতেই থাকি
দিবা-রাত্রি বসে বসে
কম্পিউটার গেম খেলি।
চলরে চলরে চল,
সবে মিলে চল।
চলরে চলরে চল,
জাদুর দেশে চল।
একই সাথে ঘুরবো মোরা,
একই সাথে খেলবো মোরা।
তাইতো বলি চল,
চলরে চলরে চল,
রঙিন দেশে চল।
সেথায় হবে অনেক মজা,
থাকবে অনেক মাথ,
খেলার সাথীর নেইকো অভাব-
সারা দিন-রাত।
এই পৃথিবীর মতো সেথায়
নেইকো কোলাহল।
মা-বাবা আর প্রতিবেশীর
নেইকো হাঁক-ডাক।
আম, জাম, কাঁঠাল, লিচুর
আছে কত বাগান।
পাহাড় পর্বতের সঙ্গে আছে
ছোট ছোট বন।
সন্ধ্যা হলে চাঁদের আলোয়
শুরু হবে মেলা
মেলার মধ্যে দেখা যাবে
পশু-পাখির খেলা।
তারা হবে আমাদেরই
খেলার সাথী সবে
তাদের সাথেই খেলবো মোরা,
দিবা-রাত্রি কালে।
সেই দেশেতেই থাকব মোরা,
সারা জীবন ভরে।
সেই দেশে অনেক মজা
আর হৈ হুল্লোড়।
তাইতো বলি চল,
সবে মিলে চল।
চলরে চলরে চল,
জাদুর দেশে চল।
২১শে এপ্রিল ২০১৪